জাহাঙ্গীর হোসেন, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আলোচনা সভা হয়েছে।
১৫ মার্চ বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ওই সভা হয়।
উপজেলা প্রশাসন সভার আয়োজন করে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন।
আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নুরে আলম তালুকদার ভুট্রো প্রমুখ।
সভায় রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের সিদ্ধান্ত গৃহীত হয়।