রাউজান ভূমিহীন উপজেলা ঘোষনা করবেন প্রধানমন্ত্রী

রাউজান প্রতিনিধিঃ আগামী ২২ মার্চ প্রধানমন্ত্রী রাউজান উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন। গতকাল ১৬ মার্চ বৃহস্পতিবার বিকালে উপজেলা সভা কক্ষে এক প্রেসব্রিফিং এ তথ্য জানান রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার। এসময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, উপজেলা প্রকৌশলী আবুল কালান, রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি মীর আসলাম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরা। এক প্রেসব্রিফিং এ নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার জানান, প্রধানমন্ত্রীর ‘ক’ তালিকায় ৮৩৯ ভূমিহীন ও গৃহহীন মুক্ত পরিবারের নাম অর্ন্তভূক্ত করা হয়। তাদেরকে দুই শতক জমিসহ পাকা ঘর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২২মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ৮৩৯ ভূমিহীন ও গৃহহীন মুক্ত পরিবারকে জায়গা ও বাড়ির দলীল বুঝিয়ে দিয়ে পূনবাসন করবেন। একই সাথে রাউজান উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ১১:৪৬)
  • ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০