মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি:
বৃদ্ধ ৫৫ বছর বয়সে ৫বছরের শিশুকে ধর্ষণের দায়ে অবশেষে র্যাবের হাতে।খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে শিশুকে ধর্ষণকারী আসামী আনু মিয়া (৫৫)’কে গ্রেফতার করেছে র্যাব-৭,চট্টগ্রাম।
১৬মার্চ দুপুর ১টায়,গোপন সূত্রে অভিযান করে
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানাধীন কালাপানি এলাকা হতে আসামি মোঃ আনু মিয়া ৫৫কে গ্রেফতার করে।
ভুক্তভোগী ভিকটিম ৫বছর বয়সের মায়ের সাথে বসবাস। মা শ্রমজীবী বিভিন্ন কাজ করে কোনমতো জীবিকা নির্বাহ করত। গত ৯মার্চ দুপুরে ভিকটিম ধর্ষকের নাতনির সাথে খেলাধূলার জন্য যায়।মা তার মেয়েকে কোথাও খুজে না পেয়ে দুপুর আড়াই টায় ধর্ষকের বাড়ি হতে অস্বাভাবিক অবস্থায় বের হতে দেখে। মা মেয়েকে অবস্থার কারন জিজ্ঞেসায় মেয়ে জানায় আনু মিয়া তাকে জোরপূর্বক ধর্ষণ করে অনেক ব্যথা দিয়েছে।
আসামী ঘটনার বিষয়ে জিজ্ঞাসায় প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে আর এমন ঘটনা কখনো করবে না শর্তে কাউকে কিছু না বলার অনুরোধ করে। বিষয়টি পরিবারের লোকজন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গের সাথে আলাপ-আলোচনা করে একটি মামলা দায়ের করে। এই ধারাবাহিকতায় বিষয়টি র্যাবের নজরে আসে। আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপন করে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল আটক করে। জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলায় পলাতক আসামি মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।