রাউজান প্রতিনিধি:
রাউজানের বৃক্ষভানুপুরে সরকারী খাস টিলা ভূমির বৃক্ষ নিধন করে ইট ভাটায় জালানী কাঠ হিসাবে পাচার করছে অসাধু ব্যবসায়ীরা। রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের উত্তর আইলীখীল এলাকার উত্তর পাশে বৃক্ষভানপুর এলাকায় গোসাইর হাট সড়কের পাশে সরকারী খাস টিলায় জবর দখল করে গড়ে তোলেছে বৃক্ষের বাগান।বাগানে আকাশমনী চারা গাছ কেটে ইট ভাটায় জালানী কাঠ হিসাবে পাচার করা হচ্ছে। জানা যায়, ডাবুয়ার আরব নগরের বাসিন্দা মোঃ হানিফ এই গাছ গুলা কেটে ইটভাটায় দিচ্ছে। এবিষয়ে হানিফকে ফোন করে জানতে চাইলে তিনি প্রতিবেদকের ফোন রিসিভ করেনি। ১৮ মার্চ শনিবার দুপুরে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বৃক্ষ নিধনের সংবাদ পেয়ে হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলামকে নির্দেশ দেয় জানান তিনি।চেয়ারম্যান শফিকুল ইসলাম লোকজন পাঠিয়ে বৃক্ষ নিধনের জড়িত শ্রমিকদের আটক করে গাছ কাটা বন্ধ করে দেন।পরে শ্রমিকদের ছেড়ে দিলেও গাছ কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম রেখে দেয় বলে জানান চেয়ারম্যান শফিকুল ইসলাম।