শাহাদাত হোসেন রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
দেশের একমাত্র মিঠা পানির প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প জাতীয় (রুই, কাতাল, কালিবাইশ ও মৃগেল) মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার সকালে রাউজানের সর্তার ঘাট এলাকায় রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে হালদায় ৩`শ কেজি মাছ অবমুক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যানের এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার,রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, কাউন্সিল আলহাজ্ব বশির উদ্দিন খান,আলমগীর আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা পীযুষ প্রভাকর,আব্দুল্লাহ্ আল্ মামুন,কৃষি অফিসার ইমরান হোসেন,কৃষক লীগ নেতা জিয়াউল হক চৌধুরী সুমন,তছলিম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হালদা নদী আমাদের জাতীয় সম্পদ। এ নদীকে দূষণের হাত থেকে রক্ষা করতে হবে।