মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইল:
মনিরুল ইসলাম কবিরের একক প্রচেষ্টায় সদ্য সমাপ্তি শহিদ শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুনামেন্টের সফল ভাবে শেষ হওয়ায় তার নিজ দায়িত্বে মসদই যুবসমাজ ও সিনিয়ারদের নিয়ে গত১৬/০৩/২০২৩ ইং তারিখে টাংগাইল জেলা মির্জাপুর উপজেলার মসদই গ্রাম থেকে একটি আনন্দ ভ্রমণ করানো জন্য কক্সবাজার সমুদ্র সৈকত উদ্দেশ্যে ৪০ জন সদস্য নিয়ে আনন্দ ভ্রমণ উদ্দেশ্যে কক্স বাজার সমুদ্র সৈকতে নিয়ে আসেন। তিন দিন কক্স বাজার সমুদ্র সৈকত সফর শেষ করে। তাদের অনুভুতি ব্যক্ত করে তারা সকলেই মনিরুল ইসলাম কবির কে ধন্যবাদ জানিয়েছেন। তার এ-ই উদ্যোগে কে ধন্যবাদ সাধুবাদ জানিয়ে বলেন মনিরুল ইসলাম কবির তার নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তিনি মাদক মুক্ত সমাজ পরিবার গড়তে তার সাধ্য মত ছেলেদের লেখা পড়া পাশাপাশি খেলাধুলা ও স্কুল কলেজ এ যাওয়ার তাগিদ করে। খেলাধুলা বাড়ে বল মাদক ছেড়ে মাঠে চল। মনিরুল ইসলাম কবির বলেন লেখা পড়ার পাশাপাশি অবিভাবকের দায়িত্ব রয়েছে তার ছেলে কি করে ঠিক মত স্কুল কলেজে ঠিক মত যাচ্ছে কিনা ঠিক মত বাড়িতে পড়াশোনা করে কিনা। অবিভাবকের দায়িত্ব রয়েছে তারা সন্তানদের লেখা পড়া পাশাপাশি তাদের বিনোদনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া তাদের সময় দেওয়া সন্তানদের সাথে বন্ধুসলোপ আচার আচরণ করা। তিনি বলেন ছেলেরা মাদক এর সাথে জড়িত না হয় সেই চেষ্টা সবসময়ই আমি করে যাব।
আপডেট টাইম : রবিবার, মার্চ ১৯, ২০২৩, ৯৭ বার পঠিত
