রাউজানে ১৭০ হেক্টর জমিতে ভুট্টা চাষ- ফলন হবে ২,১৫০ মেট্রিক টন- বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৭লাখ টাকা

 

শাহাদত হোসেন,রাউজান (চট্টগ্রাম):
রাউজানে গত বছরের চেয়েছে বেশি জমিতে ভুট্টা চাষ করেছে কৃষকরা। এই উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় মাঠজুড়ে দেখা গেছে বিস্তীর্ণ ভুট্টার ক্ষেত।এই চাষে ভালো ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা।ফলন ভালো হলে বাজারে দাম ভালো পাবে বলে আশা বুনছেন কৃষকরা।উপজেলা কৃষি অধিদপ্তরের সূত্রে,এই উপজেলা পতিত জমিতে ভুট্টা চাষ বাড়াতে কৃষি প্রণোদনা হিসাবে প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বিভিন্ন উন্নত জাতের ভুট্টার বীজ ও সার প্রণোদনা দেয়া হয়েছে।এছাড়াও উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে কৃষকদের প্রশিক্ষণ ও মাঠে গিয়ে চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।কৃষকরা বিনামূল্যে বীজ,সার ও উপজেলা কৃষি বিভাগের সহযোগিতা পেয়ে ব্যাপক হারে ভুট্টা চাষ করেছে।অন্যান্য ফসলের তুলনায় ভুট্টা চাষে খরচ কম হওয়ায় কৃষকেরা ঝুঁকছেন এই চাষে। পৃথিবীর বিভিন্ন দেশে ভুট্টা থেকে তৈরি  একশত এরও বেশি খাদ্য রয়েছে যার মধ্যে প্রায় ৮২টি প্রধান খাদ্য, ১৫ ধরনের পানীয় এবং ১২ টিরও বেশি নাশতা জাতীয় খাবার হিসেবে পরিচিত। এ ছাড়াও বিভিন্ন ধরনের খাবার তৈরির উপাদান হিসেবেও এর কোন জুড়ি নেই। ভুট্টায় পর্যাপ্ত পরিমাণ পুষ্টি উপাদান বিদ্যমান থাকায় দেশে পশু-পাখি ও মাছের খাদ্য হিসেবেও ভুট্টার গ্রহণযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় ভুট্টা সংযোজন করা গেলে তা  নিঃসন্দেহে আমাদের খাদ্য ও পুষ্টির নিরাপত্তায় বিশেষ অবদান রাখতে পারে বলে বিশেষজ্ঞরা জনান। রাউজান সদর ইউনিয়নের কৃষক তসলিম, ইকবাল ও লিটন বিশ্বাস তিন জনে ৪০ কানি জমিতে প্রথমবার ভুট্টা চাষ করেছে। তারা জানা ৪০কানি জমিতে ভুট্টা চাষ করতে খরচ হয়েছে ১৫ লাখ টাকা।আশা করছি ফলন ভালো হলে ৩০থেকে ৪০ লাখ টাকা আয় হবে। রাউজান উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন বলেন, এবার রাউজানে ভুট্টা চাষ হয়েছে ১৭০ হেক্টর জমিতে।এতে ফলন হবে ২,১৫০ মেট্রিক টন। গত বছর ভুট্টা চাষ হয়েছে ৫৫ হেক্টর জমিতে। এবছর তার দিগুণ বেশি হয়েছে ভুট্টা চাষ।বর্তমান বাজার মূল্য প্রায় ৫ কোটি ৩৭লাখ টাকা ।কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে ভুট্টার ফলন ভালো হবে আশা করছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ১২:৪১)
  • ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০