শাহাদাত হোসেন, রাউজান ( চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা বিপ্লবী মাস্টার দা সূর্যসেনের ১২৯তম জন্মদিন নানা কর্মসূচিতে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বুধবার ( ২২মার্চ) সকালে উপজেলা সদরের মুন্সিরঘাটাস্থ সূর্যসেন চত্বরে সূর্যসেনের আবক্ষমূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।এরপর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, রাউজান পৌরসভা, রাউজান কলেজ, রাউজান প্রেস ক্লাব,রাউজান পুজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,কাজী ইকবাল, শ্যামল পালিত, যুগ্ম সম্পাদক বশির উদ্দিন খান, কাউন্সিলর এডভোকেট সমীর দাশগুপ্ত, জানে আলম জনি,চেয়ারম্যান বিএম জসিম উদ্দিন হিরু, অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী,রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আৱম, আওয়ামী লীগ নেতা তছলিম উদ্দিন, মুছা আলম খাঁন, আবদুল লতিপ,যুবলীগ নেতা তপন দে, ছাবের হোসনে, আবু সালেক, অনুপ চক্রবর্তী,সংগঠক সাইদুল ইসলাম, মিঠু শীল প্রমুখ।