নিউজ ডেস্ক:
দেশের ৭ বিভাগে রবিবার (২৬ মার্চ) ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা আরো বাড়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।
শনিবার (২৫ মার্চ) সকাল ছয়টা থেকে রবিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া অন্য পাঁচ বিভাগে কমবেশি বৃষ্টি হয়েছে। সঙ্গে কোথাও কোথাও বয়ে গেছে কালবৈশাখী ঝড়।
তবে বৃষ্টির প্রবণতা ঢাকা বিভাগে বেশি ছিল। এ সময়ে সবচেয়ে বেশি ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে। ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েকদিন থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
দিন ও রাতের তাপমাত্রাও ক্রমেই বাড়ছে। শনিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা রবিবার বেড়ে হয়েছে ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে হয়েছে ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।