নূর ইসলাম,বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এবি পার্টি দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিরামপুরে রবিবার (২৬ মার্চ) আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা আহবায়ক অধ্যক্ষ মুহা. শহিদুল ইসলামের সভাপতিত্বে, জেলা সাংগঠনিক সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার ও সদস্য সচিব অধ্যক্ষ মো. মেহেদী হাসান চৌধুরী পলাশ।
এছাড়াও অনুষ্ঠানে অংশ নিয়েছেন জেলা যুগ্ম আহবায়ক আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সদস্য সচিব হাদিসুর রহমান, মোঃ ওহাদুজ্জামান আসিক, সহকারী সদস্য সচিব ইঞ্জি. মাহমুদুল ইসলাম সুমন, সামিমউল ইসলাম, ডা.আল মাহমুদ, আব্দুল ওয়াজেদ, শ্রমিক নেতা মোঃ মুশফিকুর রহমান, ছাত্র উইংসের মোঃ এরশাদুল হক সহ স্থানীয় নেতা-কর্মীরা। অনুষ্ঠানে উপস্থিত সকলে বাংলাদেশের সমৃদ্ধির জন্য দোয়া কামনা করেন।