রাউজান প্রতিনিধি:
রাউজানের দক্ষিণ রাউজান নোয়াপাড়া পথের হাটে ভূমি অফিসের পিছনে মসজিদের পুকুর পাড়ে ফেলা হচ্ছে কয়েক হাজার দোকানের ময়লা-আবর্জনা। পুকুর পাড়ে স্তূপ ময়লা-আবর্জনা পুকুরের পানিতে ভাসছে।প্রতিদিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে আসা মুসল্লিরা পুকুরের পানি দিয়ে অজু করেন।নোয়াপাড়া মার্কেট গুলোতে ময়লা-আবর্জনা ফেলার জন্য কোন ডাস্টবিন না থাকায় দোকানপাট,ব্যবসাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি পরিত্যক্ত ময়লা-আবর্জনা মসজিদের পুকুর পাড়ে ফেলা হচ্ছে।এভাবে প্রতিদিন আবর্জনা ফেলতে ফেলতে এই পুকুর পাড়টি ডাস্টবিনে পরিণত হয়েছে। ময়লা আবর্জনায় কালো হয়ে গেছে পুকুরের পানি।সেই পানিতেই চলছে আয়েসি গোসল ও মানুষের অজু।সরেজমিনে দেখা গেছে, পুকুরের এক পাড় ব্যবসায়ীরা এটিকে ময়লা ফেলার স্তূপে পরিণত করেছে। এতে পরিবেশ যেমন নষ্ট হচ্ছে, তেমনি বায়ুদূষণসহ রোগজীবাণু ছড়াচ্ছে। মসজিদের মুসল্লীরা জানান, দুর্গন্ধ পানিতে গোসল ও অজু করতেই সমস্যা হচ্ছে।যত্রতত্র পানিতে ভাসছে ব্যবহৃত অনটাইম প্লেও।এ পুকুর পাড়ে ময়লা- আবর্জনা ফেলা বন্ধসহ নোয়াপাড়া পথের হাটে মার্কেট গুলোতে বিভিন্নস্থানে ডাস্টবিন বসিয়ে জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান মুসল্লীরাসহ সচেতন মহল। এছাড়াও নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী সড়কের পাশে ময়লা আবর্জনার দুর্গন্ধযুক্ত স্তুপের পাশে দিয়ে দৈনিক শত শত যাতায়াতকারী সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা মুখ চেপে চরম দুর্গন্ধ পোহাতে হচ্ছে।নেই কোন ডাস্টবিনের ব্যবস্থা।