মধুপুরে স্থায়ী পুনর্বাসনের দাবিতে হকার্সদের মানববন্ধন

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
ফুটপাত হকার্সদের পুনর্বাসনের দাবিতে টাঙ্গাইলের মধুপুর উপজেলার নানা পেশার হকার্সের আয়োজনে বৃহস্পতিবার সকালে মধুপুর আনারস চত্তরে মানববন্ধন করেন হকার্স শ্রমিকরা।
এই সময় দুইশতাধিক হকার্স মানববন্ধনে অংশ নেন এবং স্লোগানে স্লোগানে বলেন, ভাত চাই, কাজ চাই, সৎভাবে বাঁচতে চাই।
তারা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন কেউ না খেয়ে থাকবে না । অথচ আমরা সৎভাবে দোকান করার একটু স্থায়ী জায়গার ব্যবস্থা পাচ্ছি না । আমাদের কথা কেউ ভাবে না।
ফুটপাত হকার্সরা জানান, প্রায় পনের দিন ধরে আমরা ফুটপাতে দোকান করতে পারছি না, আমরা মানবতার সহিত জীবন যাপন করছি । ঘরে খাবার নেই, সমিতি থেকে ঋণনিয়ে দোকানদারি করতাম, সমিতির কিস্তি দিতে পারছি না, আমরা সৎভাবে বাঁচার জন্য সবার কাছে যাচ্ছি কেউ আমাদের ডাকে সারা দিচ্ছে না।
এভাবে চলতে থাকলে আমরা না খেয়ে মারা যাবো। আমাদের দাবি না মানলে আমরা রাজপথে আমাদের জীবন দিয়ে দেব।
বৃহস্পতিবার সকালে পৌর শহরের আনারস চত্বরে এই মানববন্ধন করেন ফুটপাত হকার্স শ্রমিকরা।
এ সময় বক্তব্য রাখেন মধুপুর হকার্স সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হকার্স নেতা আব্দুর রহমান, আঃ জলিল, মোঃ অন্তর, চান মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ১:১৭)
  • ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১০ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০