মতলব উত্তর নৌথানার ইনচার্জ মনিরুজ্জামানের চৌকুসতায় ১২৫ কেজি জাটকা সহ আটক ৪

 

স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর মতলব উত্তর নৌথানার ইনচার্জ মনিরুজ্জামানের চৌকুসতায় ১২৫ কেজি জাটকা সহ ৪ জন জাটকা পাচারকারীকে আটক করা হয়েছে,এ ব্যাপারে ইন্সপেক্টর মনিরুজ্জামান জানান, ৩০ মার্চ সকালে উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের আমিরাবাদ বাজারস্থ এলাকায় ভ্রাম্যমান আরদে জাটকা বিক্রি হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর নৌ পুলিশ  সংঙ্গীয় ফোর্স নিয়ে হাজির হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৪ জাটকা মাছ ব্যবসায়ী, একটি সিএনজি ও ৫টি ড্রামভর্তি ১শ২৫ কেজি জাটকাসহ আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মতলব উত্তর থানায় মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০ সনের (সংশোধিত ২০১৩) আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। আটককৃতরা হলো কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শতাব্দী গ্রামের মৃত আবুল হাসানের ছেলে নজরুল ইসলাম (২৮) তার ছোট ভাই মো. রনি হোসেন, মো. গাজী মিয়ার ছেলে মো. বাবু হোসেন (২৪) ও আব্দুল মালেকের ছেলে সিএনজি ড্রাইভার মো. সোহেল মিয়া।

জব্দ জাটকা মাছগুলো পরে এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ২:৫৯)
  • ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০