মোঃ আব্দুল গফুর ,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ ইসলামী ব্যাংকের ৪০ বছর পূর্তিতে সারা দেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ শে জুন (বৃহস্পতিবার) বাদ আছর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নন্দীগ্রাম উপজেলা শাখার ব্যাবস্থাপক
রওশন কবীর এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনিছুর রহামন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পল্লী বিদ্যুৎ নন্দীগ্রাম জোনাল অফিসের ডিজিএম সিদ্দিকুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, বণিক সমিতির
সভাপতি আব্দুল করিম, সহ-সভাপতি একেএম ফজলুল হক কাশেম, এসপিও সামসুজ্জামান প্রমুখ। উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, ব্যাংকের সিনিয়র কর্মকর্তা মাহবুব আলম।