সিএমপি’র ট্রাফিক দক্ষিণের অভিযানে ১৫টি গাড়ি আটক

নিজস্ব প্রতিবেদক:০১এপ্রিল
সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনায়নের লক্ষ্যে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে০ ১ এপ্রিল শনিবার নগরীর বাকলিয়া থানাধীন তুলাতলী মোড় ও আশপাশের মূল সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
এসময় সড়কে অবৈধভাবে চলাচলরত ৯টি ব্যাটারী রিক্সা, ফিটনেসবিহীন ১টি ট্রাক, ১টি বাস, ১টি হিউম্যান হলার ও টমটমসহ সহ মোট ১৫টি গাড়ি আটক করে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এন.এম নাসিরুদ্দিনের নির্দেশনায় পরিচালিত অভিযানে অংশ নেন টিআই (বাকলিয়া) মোঃ মনিরুজ্জামান, সার্জেন্ট সিরাজুল ইসলাম, সার্জেন্ট ওয়াসিম আরাফাত, সার্জেন্ট নবীর হোসেন, সার্জেন্ট কিংকর দেবনাথ ও দায়িত্বরত কনস্টেবলগণ।
টিআই (বাকলিয়া) মোঃ মনিরুজ্জামান জানান, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারী রিক্সা ও গ্রাম সিএনজি’র বিরুদ্ধে সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৭:০৩)
  • ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০