বাস ভাড়া দ্বিগুণ নিলেও যাত্রী আগের মত প্রতি সিটে দুজন।

 

বাস ভাড়া দ্বিগুণ নিলেও যাত্রী আগের মত প্রতি সিটে দুজন। যশোর থেকে বেনাপোল লোকাল গাড়িতে -৮০/- টাকা করে ভাড়া নিয়ে। পাশাপাশি সিটে যাত্রী না বসতে চাইলে। যাত্রীকে দূরব্যবহার করে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। সুপারভাইজার ও ড্রাইভার। আমি ও আমার ভাইপো আজ ০১/০৬/২০২১ যশোর থেকে বেনাপোল আসার জন্য। যশোর টার্মিনাল কাউন্টার থেকে বেনাপোল এর লোকাল গাড়ির দুটো টিকেট নিয়েছি – ৮০/- টাকা করে। গাড়িতে উঠলে সুপারভাইজার আমাকে বলে দুইজন পাশাপাশি এক সিটে বসতে হবে। আামি পাশাপাশি সিটে না বসতে চাইলে। ড্রাইভার ও সুপারভাইজার আমাকে দূরব্যবহার (যোর) করে চাচড়া চেকপোস্ট এ নামিয়ে দিয়েছে। প্রতি দিনই এই রোডে যাত্রীদের সাথে দূুরব্যবহার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ৩:৪১)
  • ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১