রাজনগরের মুন্সিবাজার ১১বছর যাবৎ মানসিক প্রতিবন্ধী ছেলেকে টাকার অভাবে কোন চিকিৎসা করাতে পারছেন না বাবা।

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কলা গ্রামের লিয়াকত আলীর ছেলে প্রতিবন্ধী মুন্না ১১বছর যাবৎ মানসিক প্রতিবন্ধী ছেলেকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বাবা। টাকার অভাবে কোন চিকিৎসা করাতে পারছেন না মানসিক প্রতিবন্ধী মুন্না কে। সমাজের ধনাঢ্যদের কাছে প্রতিবন্ধী মুন্নার চিকিৎসা করানোর জন্য সাহায্য সহযোগিতা চেয়েছেন প্রতিবন্ধী মুন্নার বাবা লিয়াকত আলী। মুন্নার বাবা একজন চায়ের দোকানদার চা-বিক্রেতা করেই কোনমতে সংসার চালাচ্ছেন। প্রতিবন্ধী এক ছেলেসহ ৩ সন্তান ও স্ত্রী ৫ সদস্যের পরিবার নিয়ে চরম কষ্টে দিনযাপন করছেন। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায় লিয়াকত আলীর প্রতিবন্ধী ছেলে মুন্না সে শারিরিক ও মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসার জন্য টাকার প্রয়োজন। তাও জোগার করা লিয়াকত আলীর পক্ষে সম্ভব হয়না। ছেলের চিকিৎসার জন্য প্রতিবেশি ও আত্মীয়স্বজনের কাছ থেকে ধার-দেনা করেছেন অনেক। আগের টাকাই পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় নতুন করেও টাকা জোগাড় করতে অপারগ তাই বাধ্যহয়েই সমাজের ধনাঢ্যদের ব্যক্তিদের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন যদি আমার ছেলেকে চিকিৎসা জন্য সাহায্য সহযোগিতা করতেন তাহলে হয়তো আমার ছেলেটি ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ৩:০৭)
  • ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০