তানোরে মেয়র সাইদুরের ইফতার আয়োজন নিয়ে মিশ্রুপ্রতিক্রিয়া

 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার বহুল আলোচিত মেয়র সাইদুর রহমান ফের আলোচনায় উঠে এসেছে। নাগরিক সমাজে মিশ্রুপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, বইছে মুখরুচোক নানা গুঞ্জন, নিজ দলের নেতাকর্মীরাও বিক্ষুব্ধ  প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। গত ৬ এপ্রিল বৃহস্প্রতিবার মুন্ডুমালা বাজারে মেয়রের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীকে ইঙ্গিত করে কঠোর সমালোচনা করেন মেয়র সাইদুর রহমান। এদিকে ধর্মীয়  অনুষ্ঠানে  সাংসদকে নিয়ে আপত্তিকর ভাষায় মেয়র সমালোচনা করায় নাগরিক সমাজ এবং  দলের নেতাকর্মীদের মাঝে এসব ক্ষোভ-অসন্তোষ ও ক্রিয়া-মিশ্রুপ্রতিক্রিয়ার সুত্রপাত হয়েছে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, আওয়ামী লীগ সভাপতি  ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় পবিত্র রমজান মাসে দলীয় নেতা কর্মীদের ইফতার পার্টি না করে ইফতার সামগ্রী বিতরণের আহবান জানিয়েছেন। স্থানীয়রা জানান, গত ৬ এপ্রিল মুন্ডুমালা পৌর মেয়র সাইদুর রহমান তার ব্যক্তিগত উদ্যোগে ইফতার আয়োজনের আড়ালে দলীয় ইফতার আয়োজন করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন মেয়র সাইদুর রহমান সাংসদকে ঈঙ্গিত করে আপত্তিকর ভাষায় সমালোচনা ও  গীবত করে আগামি জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মেয়র গোলাম রাব্বানীর  জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। এনিয়ে উপস্থিত নেতাকর্মীদের অনেকে বিক্ষুব্ধ  প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। এবিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সম্পাদক  আমির হোসেন আমিন বলেন, তিনি লোকমুখে শুনেছেন মেয়র সাইদুর রহমান দলের নেতাকর্মীদের নিয়ে ইফতার আয়োজন করে সেখানে এমপি মহোদয়কে ঈঙ্গিত করে সমালোচনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পৌর মেয়র  সাইদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এটা ছিল তার ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিল। তিনি বলেন, এখানে এমপি মহোদয়কে বা রাজনৈতিক কোনো কথাও হয়নি, একটি বিশেষ মহল সব সময় তার সমালোচনা করে আসছে  এটা সেই মহলের অপপ্রচার।

 

 

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সকাল ৬:০৮)
  • ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১