রাউজান প্রতিনিধি:
শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন পরিচালিত নোয়াজিষপুর মূঈনীয়া আজিজিয়া মাদ্রাসা ও সৈয়দা সাজেদা খাতুন এর হেফজখান-এতিমখানার ব্যবস্থাপনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাদ্রাসার মাঠে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি লায়ন এম সরোয়ার্দী সিকদার। আলোচক ছিলেন মাওলানা হাফেজ আবুল কালাম, মাওলানা কাজী ফরিদুল আলম। মাওলানা তরিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের সদস্য মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক শফিউল আলম, তাঁজ মোহাম্মদ মিয়া মেম্বার, আওয়ামিলীগ নেতা মোসলেম উদ্দিন, এডভোকেট এক সায়েমুল ইসলাম রিপুল,তাঁজ উদ্দিন খাঁন সোলাইমান,ইউপি সদস্য এম জিয়াউর রহমান,শওকত ওসমান চৌধুরী,আক্কাস উদ্দিন মানিক, নাজিমুদ্দিন কালু,কাজী হেলাল উদ্দিন,সৈয়দ তসলিম উদ্দীন, সেলিমুল হক রুবেল,মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ, সুমন চৌধুরী প্রমুখ।