স্টাফ রিপোর্টার ।। চাঁদপুর জেলার বহুল প্রচারিত জনতার চাঁদপুর ডট কমের পবিত্র রমজান মাসে পাঁচ বছরে পদার্পণ উপলক্ষে ইফতার ও দোয়ার মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল ১৪ই এপ্রিল চাঁদপুর শহরের জোড় পুকুর পাড়স্হ সাহিত্য একাডেমিতে দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল।
এ সময় তিনি বলেন, আগামী দিনে আমাদের এই দেশে কঠিন সময় আসছে। আমি আশা রাখব জনতার চাঁদপুর ডটকম এটা স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে কাজ করে। জনতার চাঁদপুর যেন জনতার সাথে থাকে কোন ব্যক্তির সাথে যেন জড়িয়ে না পড়ে। একটা পোর্টাল চালিয়ে রাখতে হলে অনেক কষ্ট করতে হয় সকলের সহযোগিতা প্রয়োজন হয়। তাই সকলকে এগিয়ে আসার জন্য এবং সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি।
তিনি আরো বলেন, এ ধরনের অনলাইন পত্রিকা গুলো যদি টিকে থাকে তাহলে এই দেশের মধ্যে অন্যায়, অত্যাচার, অবিচার হবে না কারণ একটা ঘরের পাশে যদি অনলাইন পত্রিকা থাকে তাহলে এটার ভয়ে অনেকে অপরাধ করবে না তাই আমি এ পত্রিকা কে স্বাগত জানিয়ে পত্রিকার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।
জনতার চাঁদপুর ডটকমের প্রকাশক এবং সম্পাদক গিয়াস উদ্দিন রানার সভাপতিত্বে এবং সাংবাদিক কে. এম. মাসুদ রানার সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বাঁসদের সমন্বয়ক শাজাহান তালুকদার, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি ও বিডি কারেন্ট নিউজের প্রকাশক ও সম্পাদক (প্রভাষক) ডাক্তার শেখ মহসিন, গ্রীন বাংলা নিউজের প্রকাশক ও সম্পাদক এবং অনলাইন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পি.এম বিল্লাল।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জনতার ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদক আলমগীর হোসেন বাবু, প্রধান সম্পাদক সাইফুল ইসলাম, বার্তা সম্পাদক মোঃ ফরিদুল আলম রুপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দৈনিক চাঁদপুর সংবাদের স্টাফ রিপোর্টার রাসেল পাটোয়ারী, আজকের বসুন্ধরার স্টাফ রিপোর্টার মোঃ রাসেল দেওয়ানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং শেষে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মোঃ ফরিদুল আলম রুপন।