শাহাদাত হোসেন রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
রাউজানে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির নিজ উদ্যোগে দলীয় নেতাকর্মীদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে।শনিবার পৃথক দুটি স্থানে এই ঈদ উপহার বিতরণ করেন তিনি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাবের সভাপতিত্বে ও যুবলীগ নেতা সুমন দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শাহজাহান ইকবাল, কামরুল ইসলাম বাহাদুর, বশির উদ্দিন খান, জানে আলম জনি, জসিম উদ্দিন চৌধুরী। ইউপি চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।