পলাশে স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন থেকে মোটরসাইকেল চুরি

পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে আবারও লক ভেঙে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। আজ রবিবার (১৬ এপ্রিল) সন্ধা সাড়ে ৬টার দিকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনের নিচ থেকে এই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় রাতেই মোটরসাইকেলের মালিক মো: হাতেম আলী পলাশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর একই স্থান থেকে আরও একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো নিরাপদ স্থান থেকে বার বার মোটরসাইকেল চুরির ঘটনায় বাইকারদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।

আবাসিক ভবনের বাসিন্দা নাদিম জানান, রবিবার ভবনের নিচে একটি পালসার মোটরসাইকেল (যার রেজিষ্ট্রেশন নাম্বার নরসিংদী ল-১১-০৮৬৮) লক অবস্থায় রাখা হয়। পরে ইফতারী চলাকালীন সময়ে অজ্ঞাত চোর লক ভেঙে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

পলাশ থানার এএসআই আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (বিকাল ৩:২২)
  • ১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০