দুর্যোগের রাঙা প্রভাতে নন্দিত উৎসব,
রাতের তারা ভরা নীল আকাশে
একাকীত্বে আলোকিত অদূর ভবিষ্যৎ।
মহাকাল দাসত্বের শৃংখলে অবরুদ্ধ,
মর্তের কলতান মনের গভীরে
মানবতা আজ হৃদয় জানালায় উদ্দীপ্ত।
আকাশ খোলা জীবন্ত অনুভূতি,
বিষন্ন পথিকের একরাশ লুকানো ভালোবাসা
আলোক বিহীন সাজে জীবনের চূড়ান্ত প্রস্তুতি।
পরিপূর্ণ পাঠক নিঃসঙ্গ অভিমানী,
রাতের গভীরতা নিগুর ধ্যানে আচ্ছন্ন
পাহাড় কঠিন ব্রত অদৃশ্য আত্মার গোঙানি।
নীল আকাশ ভরা মেঘ বকুলতলায়,
মেহেনতি বিপ্লবী জনতা অনন্ত কাল ধরে
সীমাহীন চিৎকারে আকাশ ফাটায়।