মে দিবসের ভাবনা শুধু
বাড়ায় মনের ব্যথা
পুঁজিপতিরা সব কাজই
থাকেন হয়ে নেতা ।
মেহনতী খেটে খাওয়া
পুঁজিপতির মুখ্য চাওয়া,
তার উপর শিশুশ্রম
বন্ডুল হয় সব কার্যক্রম ।
সেমিনার হয় খোলামেলা
ঠন ঠন সব কাজের বেলা,
কথায় কাজে মিল নাই
লোক দেখানো এসবভাই।
সরকারি ছুটি পেয়ে
শ্রমিক খুঁজে সুখ,
পুঁজিপতি ফন্দি আঁটে
বাড়ায় তাদের দুঃখ ।
ম্যান্ডেলার কথা হলো
আর বিলম্ব নয়,
আপন অধিকার আপনাকেই
করতে হবে জয় ।
আপডেট টাইম : রবিবার, এপ্রিল ৩০, ২০২৩, ২৩৫ বার পঠিত