সোহাগ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে দাঙ্গা রোধ, মাদক-চোরাচালান বন্ধ এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০ এপ্রিল বিকালে উপজেলার ১১ নং বাঘাসুরা ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। বাঘাসুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম মহালদারের সভাপতিত্বে এবং মাধবপুর থানার এসআই মানিক কুমার সাহা `র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব।
এসময় উপস্থিত ছিলেন, ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের সচিব এডওয়ার্ড সাইমন সরকার, বাঘাসুরা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউ/পি. সদস্য মোঃ সামছুল আলম, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি ইউ/পি. সদস্য মোঃ কাউছার মিয়া, ইউ/পি সদস্য মোছাঃ রেহেনা সহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দরা।
এছাড়াও উপস্থিত ছিলেন, মাধবপুর থানার এএসআই জাহাঙ্গীর, আদর্শ সমাজকল্যাণ সংগঠন ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দীন প্রমূখ।