রাউজানের কদলপুরে কৃষি জমি ভরাটের হিড়িক পড়েছে

 

রাউজান প্রতিনিধি:

রাউজানের কদলপুরে ৬ নং ওয়ার্ডের ভট্টপাড়ার পাশে ঈশান ভট্টের হাট পিচনে পুরাতন একটি পুকুর খনন করে বাহিরে মাটি বিক্রি করে কৃষি জমি ভরাট কাজে। সরেজমিনে দেখা গেছে, পুকুর চতুরপাড় বাঁধ দিয়ে বাকি মাটি ট্রাক ভর্তি করে বিভিন্ন স্থানে কৃষি জমি ভরাট করা হচ্ছে।কদলপুরে কৃষি জমি ভরাটের হিড়িক পড়েছে । সরকারী নির্দেশনাকে অমান্য করে কৃষি জমি ভরাট করে নির্মান করা হচ্ছে পাকা ভবন। কদলপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফেদা গাজীর বাড়ীর পাশে জাহাঙ্গীর আলমের স্ত্রী রোকেয়া বেগম কৃষি জমি ভরাট করে পাকা ভবন নির্মান করা হচ্ছে । এ প্রসঙ্গে রোকেয়া বেগম এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অনুমতি নিয়ে কৃষি জমিতে পাকা ভবন নির্মান করছি। কার কাছ থেকে অনুমতি নিয়েছেন জানতে চাইলে তিনি তা এড়িয়ে যায়। অনুমতি নেওয়ার কোন কাগজ পত্রও তিনি দেখাতে পারেনি। এ প্রসঙ্গে স্থানীয় মেম্বার মমতাজ বলেন, রোকেয়া বেগম নামের ঐ মহিলা উপর থেকে নির্দেশ নিয়ে কৃষি জমিতে পাকা ভবন নির্মান করছে।
কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভট্টপাড়া এলাকায় সীতাকুন্ড উপজেলার কুমিরা এলাকার বাসিন্দা অর্পুব মজুমদার একটি কৃষি জমি ভরাট করে ভবন নির্মাণ করছেন। এ প্রসঙ্গে অর্পুব মজুমদারকে ফোন করে জানতে চাইলে তিনি বলেন, আমি জমি ক্রয় করে কদলপুর ইউনিয়ন পরিষদ থেকে অনুমতি নিয়ে পাকা ভবন নির্মান করছি । এ প্রসঙ্গে স্থানীয় মেম্বার মোঃ আলমগীর বলেন, অর্পব মজুমদার যে জমি ক্রয় করেছে তা কৃষি জমি নয় । ঐ জমি খীরা জমি। খীরা জমিতে ঘর নির্মান করার জন্য চেয়ারম্যান অনুমতি দিয়েছে। কদলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী বলেন, আমি চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে কদলপুর ভট্টপাড়ায় অর্পুব মজুমদার ঐ জমিতে মাটি ভরাট করে ঘর নির্মান করার জন্য । কৃষি জমি ভরাট করার সংবাদ পেয়ে রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী এমপির নির্দেশে অর্পুব মজুমদারের ভরাট করা মাটি জমি থেকে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে কদলপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, আমি দেড় বছর ধরে চেয়ারম্যানের দায়িত্ব পালনরত অবস্থায় কোন কৃষি জমি ভরাট করে ঘর নির্মান করার জন্য অনুমতি দেয়নি । পশ্চিম কদলপুর এলাকায় কৃষি জমি ভরাট করার বিষয়ে আমি সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানিয়েছি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (বিকাল ৫:৫৫)
  • ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০