সিলেট মোবাইল পাঠাগারের ৮১৬ তম সাহিত্য আসর অনুষ্ঠিত

 

আবদুল কাদির জীবন, সিলেট মহানগর প্রতিনিধি : সিলেট মোবাইল পাঠাগার (সিমোপা)’র ৮১৬ তম নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসর গতকাল শনিবার (৬ মে ২০২৩) সন্ধা ৭.৩০ ঘটিকার সময় নগরীর ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ মোবাইল পাঠাগারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মোবাইল পাঠাগারের জীবন সদস্য কবি ছয়ফুল আলম পারুলের সভাপতিত্বে ও মোবাইল পাঠাগারের নির্বাহী সম্পাদক, ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেট্রোসিটি প্রি-ক্যাডেট একাডেমীর অধ্যক্ষ গল্পকার ও রোটারিয়ান এম. সাহেদ হুসাইন। আলোচকের বক্তব্য রাখেন কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ।

মোবাইল পাঠাগারের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আসরে লেখাপাঠ করেন গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী, বৃক্ষপ্রেমিক মো. আব্দুল গফফার, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি মকসুদ আহমদ লাল, কবি ফতহুল করিম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আলকোরান থেকে তেলাওয়াত করেন কবি কামাল আহমদ।

প্রধান অতিথির বক্তব্য গল্পকার এম. সাহেদ হুসাইন বলেন, মোবাইল পাঠাগারের প্রথম দিকের সাহিত্য আসরগুলোতে আমি নিয়মিত আসতাম। খুবই সরগরম ও জমিয়ে আড্ডা হত। লেখকদের পদচারণায় মুখরিত ছিল। সেই প্রতিষ্ঠানে আজও লেখকদের নিয়ে সাহিত্য আসরে আমি আসতে পেরে খুবই ভালো লাগছে। তথ্য প্রযুক্তির কারনে নতুন বা তরুণ লেখক সৃষ্টি করা যাচ্ছে না। নতুনদের উদ্ভুদ্ধ করতে পারলে সাহিত্যের প্লাটফর্ম আরো সুন্দর ও তাৎপর্যপূর্ণ হবে। আমার দেখা অনেক সাহিত্য প্রতিষ্ঠান বিলিন হয়ে গেছে কিন্তু মোবাইল পাঠাগার এখনো তার স্বমহিমায় এবং আগের চেয়েও ভালো করে এগিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • সোমবার (সকাল ১১:২৩)
  • ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১