শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কলমপতি এলাকায় নাগেশ্বর গার্ডেন সড়কে রোপন করা আকাশ মনি গাছ কেটে বিক্রি করে দিয়েছে ইউপি মেম্বার ওবাইদুল হক চৌধুরী।তিনি সড়কের পাশে রোপন করা ৬টি বৃক্ষ কেটে কলমপতি এলাকার বাসিন্দা ফার্নিচার ব্যবসায়ী মহিউদ্দিন কাছে বিক্রি করেন।ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, ইউপি মেম্বার ওবাইদুল হক চৌধুরীর কাছ থেকে সড়কের ৬টি আকাশমনী গাছ ক্রয় করেছি। ক্রয় করা বৃক্ষ আমি কেটে নিয়ে যাচ্ছি। গতকাল ৬ মে শনিবার সকালে সড়কের ৬টি গাছ কেটে নিয়ে যায় ফার্নিচার ব্যবসায়ী মহিউদ্দিন। সড়কের বৃক্ষ নিধন প্রসঙ্গে ডাবুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার ওবাইদুল হক চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সড়কের গাছ মরে যাওয়ায় মরা গাছ গুলো মহিউদ্দিনের কাছে বিক্রি করেছি। সড়কের বৃক্ষ নিধন করার কোন অনুমতি নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলে কোন অনুমতি নেয়নি। এ ব্যাপারে রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ শিকদার বলেন, সড়কের গাছ কাটার কোন অনুমতি নেয়নি আমার কাছ থেকে। আমি খোঁজ নিয়ে দেখে ব্যবস্থা নিবো।