নিজস্ব প্রতিবেদক ।। চাঁদপুর জেলা পরিষদের দুই দু’বারের নির্বাচিত চেয়ারম্যান চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারীর হার্ট ব্লকের কারনে হাসপাতালে ভর্তি হয়েছেন ।
গতকাল ১১মে’২৩ খ্রিঃ (বৃহস্পতিবার) ঢাকা ইব্রাহীম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিচার্চ সেন্টারে তার হার্টে রিং পড়ানো হয়। তিনি বর্তমানে বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীর দ্রুত সুস্থতার জন্য চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে বাদ জুমা চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটস্থ বায়তুল আমান জামে মসজিদ (কোর্ট মসজিদে) দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।
দোয়া পরিচালনা করে বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব অধ্যক্ষ মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ডাঃ শেখ মহসিন, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, অনলাইন প্রেসক্লাবের সদস্য ও জেলার বহুল প্রচারিত ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জনতার চাঁদপুর ডট কম’র সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক একাত্তর কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার গিয়াস উদ্দিন রানা, অনলাইন প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক ঢাকার ঢাক পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি আলমগীর বাবু, চাঁদপুর হোমিও মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আতাহার আলী, এ্যাডভোকেট আঃ হালিম পাটোয়ারী, এ্যাডভোকেট সফিকুল ইসলাম, এ্যাডভোকেট সালেহ আহমেদ, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার মিজি, বিডি কারেন্ট নিউজ টুয়েন্টিফোর ডট কম’র মডারেটর তানজিল হোসেন তমালসহ শতাধিক ধর্মপ্রান মুসল্লিগণ।