মোঃ হোসেন গাজী।।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও বিশিষ্ট চিকিৎসক ডা. জেআর ওয়াদুদ টিপু এবং ভাষাবীর এম এ ওয়াদুদের সহধর্মিণী শিক্ষাবিদ রহিমা বেগমের ইন্তেকালে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর হোসেন পাটোয়ারীর আয়োজনে উপজেলার ৬ টি ইউনিয়নের বিভিন্ন মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ উদ্দিন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব মোকলেছুর রহমান দুলাল আখন, আওয়ামী লীগ নেতা বাচ্চু কোতয়াল, সহ স্থানীয় এলাকার মুসুল্লিগন উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া, মুনাজাত পরিচালনা করেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলান আলমগীর হোসেন বেপারী ও থানা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইউসুফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুলফিকার আলী মুরাদ।
উল্লেখ্য, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ গত ৬ মে রাজধানীর কলাবাগানে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। রোববার মরহুমার নামাজে জানাজা কলাবাগান মাঠে শেষে দাফন করা হয়।