আল ইব্রাহিম,শ্রীমঙ্গল,প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের লাহারপুর কুঁড়িপাড়ায় আপন কাকার বসত ঘরে আগুন দিল ভাতিজারা। সরজমিন পরিদর্শনে গেলে ভুক্তভোগি শম্ভু মোদক ও তার ছেলে সুজিত মোদক ভুবন জানান দীর্ঘদিন যাবৎ তাদের বাড়ির জায়গা নিয়ে শম্ভু মোদকের ভাতিজা অজিত মোদক, অসীম মোদক ও অজয় মোদকের সাথে মামলা চলছিল। গত ৯ মে দিবাগত রাতে শম্ভু মোদক ও তার পরিবারের লোকজন গ্রেফতার আতংকে বাড়িতে না থাকার সুযোগে শম্ভু মোদকের ভাতিজারা শম্ভু মোদকের বসত ঘরে আগুন দেয়। আগুনে শম্ভু মোদকের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে লেলিহান শিখা মুহুর্তের মাঝে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পাশাপাশি শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের লোকজনও গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। শম্ভু মোদক ও সুজিত মোদক ভুবন জানান অসীম মোদক দিনের বেলা তাদেরকে শাসিয়ে বলে তোদেরকে মজা দেখাব। শম্ভু মোদক ও সুজিত মোদক ভুবনের ধারনা অসীম মোদকই তাদের ঘরে আগুন দিয়েছে। তারা বিষয়টি সুষ্টু তদন্ত সাপেক্ষে দেখার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
মোবাইল:০১৬১৭৫০২২৩০