হাটবাজারে বেড়েছে নিত্যপণ্যের দাম, ৮০ টাকা নিচে নেই সবজি-মাছ, মাংসের দামও বেশি

রাউজান প্রতিনিধি:
বাজারের দফায় দফায় বেড়েছে নিত্যপণ্যের দাম। ৮০টাকার নিচে নেই কোন সবজি।বেড়েছে তেল, চিনি, পেঁয়াজ ও মাছ, মাংসের। ফলে অস্বস্তিতে রয়েছেন সাধারণ ক্রেতারা।রাউজান উপজেলার কয়েকটি হাট বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র।তবে কমেছে একটু ব্রয়লার মুরগির দাম।গত সপ্তাহে ২২০ টাকায় বিক্রি করা হলেও আজ বিক্রি হচ্ছে ২১৫ টাকায়।৩৫ টাকার পেঁয়াজ মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩৫টাকা।বর্তমানে পাইকারি বাজারে প্রতিকেজি পেঁয়াজের দাম ৫০ টাকায়।খুচরা বাজারে বিক্রি হচ্ছে প্রতিকেজি ৬০ টাকায়।এভাবে বেড়েছে তেল, চিনি।বাজারে সয়াবিন তেল ১৮৭ টাকা লিটার এখন বিক্রি হচ্ছে ২০০ টাকা লিটারে। প্রতি লিটারে দাম বেড়েছে ১৩ টাকা। ১০৪ টাকা দরে চিনি এখন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা। প্রতি কেজি আদা ২৬০-২৮০ টাকা ও রসুন ১৬০-১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কেজি মসুর ডাল ১২০ থেকে ১৩০টাকা, খোলা আটা ৬০, প্যাকেট আটা ৬৫ টাকায় বিক্রি হচ্ছে।এদিকে কাঁচা বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৬০ টাকা,পেঁপে ৭০টাকা, তিত করল্লা ১০০টাকা,করল্লা ৮০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, গাজর ৭০ টাকা, টমেটো ৪০-৫০টাকা, মিষ্টিকুমড়া ৪০ টাকা, চাল কুমড়া ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, ধুন্দল ৮০ টাকা, সজনে ১৬০ টাকা, লাউ ৭০টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা, ধনেপাতা ৩০০ টাকা, আলু ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।মাছের বাজার প্রতি কেজি রুই মাছ ৩৫০-৪০০টাকা, কাতল ৬০০টাকা, বেলে মাছ ১০০০-১১০০ টাকা, কাঁচকি মাছ ৫০০, চিংড়ি ৮০০-১২০০ টাকা, ছোট চিংড়ি ৬০০ টাকা, কৈ মাছ ৩০০ টাকা, শিং মাছ ৫০০ টাকা,কালিবাউশ ৪০০ টাকা, টেংরা ৬০০ টাকা, নারকেলের মাছ ২০০-২৫০টাকা,তালা পোয়া মাছ ১৫০-২০০ টাকা, পাঙ্গাস মাছ ১৬০-২০০টাকা, রূপচান্দা মাছ ৪০০ টাকা, মাইট্যা মাছ ৬০০-৩৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাংসের বাজার গরু মাংস ৭৫০- ৮০০টাকা ও মহিষ- ৮০০টাকা এবং খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।সব কিছুর দাম বাড়ার কারণে হিমশিম খেতে হচ্ছে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারকে।মুদির দোকানদার জানান, চট্টগ্রামের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আন্তর্জাতিক বাজারের অজুহাত দেখিয়ে নিত্যপণ্যের দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়ে গেছে।সেটি খুচরা বাজারে এসে ১০,থেকে ২০ বেড়ে গেছে।ক্রেতা সাধারণ জানান, নিত্যপণ্যের দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে গেছে।সবজি, মাছ, ও মাংসের দামও বেশি।সাধারণ মানুষকে জিম্মি করে ভোগ্যপণ্যের দাম বৃদ্ধি করা হচ্ছে। কোনো অজুহাত পেলেই আতরদানরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন।বাজার মনিটরিংয়ে সংশ্লিষ্ট প্রশাসনের গাফিলতি রয়েছে। যার কারণে বাজার সিন্ডিকেটকারীরা সুযোগ পাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৩:৪৮)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১