নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় ‘মোখা’র অগ্রভাগ আজ শনিবার সন্ধ্যায় কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। তবে মূল ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যার মধ্যে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড়টি প্রবল গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে।
চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের আরও কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড় মোখা। ক্রমেই বাড়ছে এর গতিবেগ। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৫ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে কক্সবাজার উপকূল থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও চট্টগ্রাম উপকূল থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে।
শনিবার দুপুরে আবহাওয়া অধিদপ্তর থেকে জারি করা ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার সমুদ্রবন্দরে আগে দেওয়া ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর মোংলা সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখাতে বলে।
যুগান্তর