ফুলবাড়ীতে বিজিবি কতৃক ফেন্সিডিলসহ আটক তিন

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ১১৬ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ তিন চোরাকারবারি কে আটক করেছে বিজিবি।
সোমবার (১৫মে) রাত ১টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের রুদ্রানী এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে আটককৃতদের দিনাজপুর
আদালতে প্রেরন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি।
আটক ব্যাক্তিরা হলেন,উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের রুদ্রানী জামগ্রাম এলাকার বেলাল সরকারের ছেলে হানিফ সরকার (৩৫),হাকিমপুর উপজেলার বিষাপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে রেজাউল করিম (৫৫), একই উপজেলার বয়ালদা, নওপাড়া গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে মনিরুল হক(৫০)।
বিজিবি সুত্রে জানাগেছে,সোমবার (১৫মে) দিবাগত রাত ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ উপজেলার কাজিহাল ইউনিয়নের রুদ্রানী বিওপির টহল কমান্ডার নায়েক রিংকু রঞ্জন সুত্রধর এর নেতৃত্বে সীমান্ত পিলার ৩০৩/৩-এস (জিআর- ৮২২১৮৩, ম্যাপসীট নং ৭৮/সি-১৫) থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মটর সাইকেলে করে মাদক বহন করার সময় রুন্দ্রানী রাস্তার পাশে তাদের আটক করে তল্লাশি চালালে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি মোটর সাইকেল, ০৩টি মোবাইল, ০৩টি সীমকার্ড এবং ০১টি প্লাষ্টিকের বস্তাসহ ওই তিন চোরা কারবারিকে আটক করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায়
অভিযান চালিয়ে ফেন্সিডিল ও একটি মটরসাইকেল
সহ অন্যান্য মালামাল জব্দ করে ওই তিনজন চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দুই লক্ষ তিন হাজার পনের টাকা। জব্দকৃত মালামাল সহ আটককৃতদের ফুলবাড়ী থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কমকতা আশ্রাফুল ইসলাম বলেন,২৯বিজিবি’র একটি টহলদল সীমান্তে অভিযান চালিয়ে মাদক সহ তিনজনকে আটক করে
থানায় হস্তান্তর করেছে।বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আটক ব্যাক্তিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।

প্রেরক
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
মোবাইলঃ ০১৭৭০০৭০১১১

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ৪:৩৯)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০