স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্ঠায় এলজিইডির উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে রাউজানের গ্রামীণ রাস্তা-ঘাট

রাউজান প্রতিনিধি:

এক সময় সন্ত্রাসীর জনপদ ছিল রাউজান।এই উপজেলা এখন শান্তির জনপদে পরিণত হয়েছে। রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী প্রায় দুই যুগ ধরে অশান্ত জনপদটিকে শান্তির জনপদে পরিণত করে উন্নয়ন সমিদ্ধ রাউজান হিসাবে গড়ে তুলেন।এই উপজেলার গ্রামীণ রাস্তা-ঘাট ছিল কাঁচা ও মেঠোপথ।এখন এলজিইডির উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে রাজানের গ্রামীণ রাস্তা-ঘাট।এমন কোনো সরকারি প্রতিষ্ঠান, গ্রাম ও পাড়া মহল্লা নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।স্থানীয়রা জানান,বর্তমান সরকারের আমলে উন্নয়ন কর্মকাণ্ডে পাল্টে গেছে এই উপজেলার চেহারা।বৃদ্ধি পেয়েছে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান।উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে,এই উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নতুন ভবন, উপজেলা ভূমি অফিস সহ ৫টি ভূমি অফিস পাঁচটা অফিস, প্রাথমিক বিদ্যালয় ভবন, বিভিন্ন হাট বাজার উন্নয়নসহ নোয়াজিষপুর নতুন হাট সাড়ে ছয় কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে দু’তলা মার্কেট নির্মাণ,বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানসহ ২২টি পুকুরের পাকা ঘাট নির্মাণ করা হয়েছে।১৪টি ইউনিয়নে ১৭০ টি সড়কের মধ্য ১৩০টি সড়কের মেরামত কাজ শেষ হয়েছে। এরমধ্যে ৩০টি সড়কের মেরামত কাজ চলমান রয়েছে।ছোট -বড় ২০টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। প্রকৌশলী আবুল কালাম জানায়,গত তিন বছরে রাস্তা-ঘাটে ২১৫কোটি ৫৯ লাখ টাকার হাজার উন্নয়ন কাজ হয়েছে।গত তিন বছর এর ছোট-বড় ১০০টি সড়কের মেরামত কাজ হয়েছে।১৮ কোটি টাকার ব্যয়ে উরকিরচর ইউনিয়নে তিনটি সড়কের কাজ চলছে।৩১কোটি টাকার টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে দু’ বড় সড়ক।একটি গহিরা-ইছাপুর সড়ক ও গোরিশংকর হাট থেকে একটি সড়ক।এছাড়াও আরো ৩০টি সড়ক ২৫ কোটি টাকা বাস্তবায়নে দরপত্র অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরো জানান,এ বছর সড়ক সংস্থার জন্য ২১কোটি টাকার উন্নয়ন কাজ চলমান ও অনুমোদিত রয়েছে।রাউজান হলদিয়া হচ্ছার ঘাট-ফটিকছড়ি খিরাম সর্তাখালের উপর ১২০ ফুট একটি ব্রিজ অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে।স্থানীয় সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরীর প্রচেষ্ঠায় এলজিইডির তত্বাবধানে এই উপজেলায় হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। চলমান ও প্রক্রিয়াধীন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলে পাল্টে যাবে এই উপজেলার গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও যোগাযোগবস্থা।সাধারণ মানুষেরা জানান,এক সময়ে রাউজানের নাম শুনলে মানুষ ভয় পেত। কারণ সেইসময় সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত ছিল। কিন্তু সে রাউজান বতর্মানে শান্ত সৃষ্ট রাউজানে পরিণত হয়েছে।এখানকার সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী উন্নয়নে বদলে দিয়েছে সবকিছু।আলোচনা সমালোচনা যাই হোক না কেন, এক বাক্যে সকলেই স্বীকার করে তাঁর উন্নয়নমূলক কর্মকান্ডের কথা। আধুনিক ও দৃষ্টিনন্দন উপজেলা গড়তে কাজ করছেন স্থানীয় এ সংসদ সদস্য।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বুধবার (দুপুর ২:৩১)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০