রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযথ গুরুত্বের সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ পালন করা হয়েছে।
রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ১৭ মে বুধবার সকাল ১০.০০ টায় রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্ট এ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠান শেষে বিকাল ৩.০০ টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দ্বায়িত্ব পালন করেন রামপাল কলেজের সাবেক অধ্যাপক ও উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব আকবর আলী, ইংরেজি বিভাগের প্রভাষক ও রামপাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম বকতিয়ার, বাংলা বিভাগের প্রভাষক দিপ্তী রাণী মন্ডল, হুড়কা সিতানাথ মাধ্যমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষক সুবীর বিশ্বাস, ইসলামাবাদ সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা হেকায়েতুল ইসলাম, কুমলাই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অপর্না বিশ্বাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়াউল হক, উপজেলা একাডেমিক সুপার ভাইজার পুষ্পেন সরকার, সহকারি অধ্যাপক মোঃ বজলুর রহমান, রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি মোঃ রবিউল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
যারা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তারা আগামী ২০ মে বাগেরহাট আদর্শ বিদ্যালয়ে অনুষ্ঠিত জেলা পর্যায়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে জানানো হয়।
মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল, বাগেরহাট।
তাং-১৭/০৫/২০২৩
মোবাঃ 01992090074