মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধি:
শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় একজন সফল শিক্ষানুরাগী হিসেবে ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাসুম আলম তালুকদার-কে সম্মাননা স্মারকে ভূষিত করা হয়েছে।
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন’র পক্ষ থেকে সম্মাননা স্মারক ২০২৩ হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন’র মিলনায়তনে শুক্রবার আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান’র হাত থেকে এ সম্মাননা স্মারক গ্রহণ করেন তিনি।
হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন’র সভাপতি মোঃ শাহজাহান’র সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ সালাউদ্দিন ভূঁইয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ বিশিষ্ট শিক্ষানূরাগীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানে আলোচনা গুনীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
সফল শিক্ষানুরাগী হিসেবে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ সম্মাননা পাওয়ায় মাসুম আলম তালুকদার জানিয়েছেন, কোন কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা পাওয়া বড় কথা নয়। সমাজে মানুষের কল্যানে নিয়োজিত হলে যে আত্মত্তৃপ্তি পাওয়া যায় এটাই মানবতা, প্রতিটি ধর্মই মানুষের কল্যানে কাজ করার নির্দেশ দিয়েছে। তাই সারা জীবন মানুষের সেবা করে যেতে চাই।