পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

শাহিনুর ইসলাম প্রান্ত,

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়েত্রি -খণ্ডিত এক মানসিক ভারসাম্যহীন তুলসী রানীর (৪৬) মৃত্যু হয়েছে।

আজ (২০মে) সকাল ০৭ ঘটিকায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউপিস্থ মোমিনপুর (ঘোষপাড়া ৩নং ওয়ার্ড) শিমুলতলী নামক স্থানে বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লোকাল ট্রেনে কাটা পরে তুলসী রানী (৪৬) (মানসিক ভারসাম্যহীন) নারী নিহত হন।

মানসিক ভারসাম্যহীন তুলসী উপজেলার জোংরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া ৬ নং ওয়ার্ডের সুবলচন্দ্র এর স্ত্রী।

খোজঁ নিয়ে জানা গেছে, বুড়িমারী থেকে লালমনিরহাট গামী লোকাল ট্রেনের ধাক্কায় কাটা পড়েন ওই নারী মৃত্যু হয়।

নিহত তুলসী রাণী ছেলে শংকর রায় বলেন,ভারসাম্যহীন মাথার সমস্যাজনীত কারণে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল বিকেল থেকেই তাকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায় নি। খবর পেয় রেল লাইনের উপরে আমার মায়ের লাশ সনাক্ত করি।

বুড়িমারী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার নুর আলম বলেন, পাটগ্রামের করবস্থান নামক এলাকায় এক নারীর ত্রি-খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে তারা এসে মরদেহ উদ্ধার করবে।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক বলেন, ঘটনার স্থলে পুলিশ পাঠিয়েছি। তবে বিষয়টি দেখবেন রেলওয়ে পুলিশ।

লালমনিরহাট জিআরপি পুলিশ উপস্থিত হয়ে আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এবং ধর্মীয় রীতি অনুযায়ী লাশ দাফনের আবেদন করায় এবং উক্ত মৃতা সম্পর্কে কাহারো কোনো শোভা সন্দেহ না থাকায় মৃতের পরিবারের নিকট হতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন গ্রহণ পূর্বক লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (বিকাল ৪:৪৬)
  • ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি
  • ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ (বসন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১