মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ভুমি সেবা সপ্তাহ ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। যা ২২মে থেকেশুরু হয়ে ২৮ মে পর্যন্ত সপ্তাহব্যাপী চলবে।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে আয়োজিত সভায় উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জরায় চৌধুরী,উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আক্তার, উপজেলা সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা আব্দুল কাফি, সাব রেজিষ্টার অষোক কুমার বসাক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর ভূমি তহসিলদার আবুল কালাম আজাদ,সার্ভেয়ার বেলাল হোসেন,নাজির কাম ক্যাশিয়ার আতাউর রহমান। এসময় উপজেলা ভূমি অফিসের পদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
প্রেরক
মেহেদী হাসান,