রাফিউ হাসান হামজাঃ ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ এই শ্লোগানে চাঁদপুরের শাহরাস্তিতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বেলা ১২ টায় এ উপলক্ষে একটি র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন রশিদের সভাপতিত্বে ও ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা মোঃ আবদুল মান্নানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরীন জাহান চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, সাব রেজিস্ট্রার ফরিদা আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তোফায়েল আহমেদ ইরান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহান পাটোয়ারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ মান্নান বিএসসি প্রমুখ।