মোঃ আলাল উদ্দিন, ভৈরব প্রতিনিধি:
বাংলাদেশে ৭ম বৈশ্বিক জাতিসংঘ নিরাপদ সড়ক সপ্তাহ পালন উপলক্ষে ভৈরব পৌর মেয়রের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২১ মে ২০২৩ খ্রিঃ রবিবার রাতে ভৈরব পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু মহোদয়ের সাথে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি এসএম বাকী বিল্লাহ। নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মোঃ আলাল উদ্দিনের সার্বিক পরিচালনায় বিভিন্ন বিষয় সমূহ তুলে ধরে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই( নিসচা) ভৈরব শাখার সহ- সভাপতি মোঃ জসিম উদ্দিন রবীন,অর্থ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন মোল্লা, সাংস্কৃতিক সম্পাদক বশির আহমেদ বিপ্লব,কার্যকরী সদস্য লেঃ মোঃ অহিদুর রহমান, মোঃ জিল্লুর রহমান,মোঃ নূরুজ্জামান,মোঃ নজরুল ইসলাম,মোঃ আশরাফুল আলম,মোঃ হাবিবুর রহমান, কাজী রাকিবুল আলম,সাধারণ সদস্য মোঃ নাজমুল হক, ও মোঃ জুয়েল মিয়া। সভায় বেশ কটি জনগুরুত্বপূর্ণ সিদ্বান্ত গৃহীত হয়েছে। এর মধ্যে
◆পৌর এলাকায় চলাচলকারী সকল অটো ও সিএনজির ডান পাশ বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহন।
◆চালকদের প্রশিক্ষণ।
◆পৌর এলাকায় চলাচল কারী সকল যানবাহনের ভাড়া নির্ধারণ করে ◆গুরুত্বপূর্ণ স্থান সমূহে সাইনবোর্ড টানিয়ে দেওয়া
◆জনসাধারণের পথটি দখলমুক্ত করে দৃষ্টিনন্দন ফুটপাত নির্মাণ করা।
◆ক্রটিপূর্ণ সড়ক সমূহ জরুরিভিত্তিতে নির্মান করা সহ আরো বেশকটি জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু বলেন নিরাপদ সড়ক চাই( নিসচা) একটি সামাজিক আন্দোলন এর মাধ্যমে ভৈরবে দীর্ঘদিন যাবৎ সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। যার সুফল ভৈরব বাসী ভোগ করছে। তিনি নিসচার দাবী সমূহ জরুরী ভিত্তিতে বাস্তবায়ন করা হবে বলে সভায় জানান।
আপডেট টাইম : সোমবার, মে ২২, ২০২৩, ১৬৪ বার পঠিত