মোশারফ হোসেন ফারুক মৃধা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তর পরিদর্শণ করেছেন, চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
২৫ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ৮ নং পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন পরিষদ, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা, খুরুমখালী কমিউনিটি ক্লিনিক, কড়ইতলী মা ও শিশু কল্যান কেন্দ্র, পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিস সহ বিভিন্ন সরকারী দপ্তর পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুন্নেছা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুর নাহার, পাইকপাড়া দক্ষিন ইউনিয়ন’র চেয়ারম্যান শেখ হোসেন আহম্মদ রাজন প্রমুখ।