শামীম তালুকদার, নেত্রকোণা:
নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এ বাংলার স্বাধীনতার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। জাতীয় কবি সৃষ্টি সুখের উল্লাসে কর্মকে উপস্থাপনের চেষ্টা করেছেন। নজরুল ছিলেন মানব জাতির কবি। তিনি মানবতার কথা বলে গেছেন। তাঁর সাহিত্যের মধ্যে আমরা সবকিছু পাই।
নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে বৃস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা শহরের মোক্তারপাড়া আধুনিক পাবলিক হলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রবন্ধপাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এসব কথা বলেন।
প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী চিন্ময় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনিমেষ সোম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নুরুল আমিন প্রমুখ।
সভায় মূখ্য আলোচক ছিলেন সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক মতীন্দ্র সরকার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কলেজের প্রাক্তন অধ্যাপক ননী গোপাল সরকার।