রাউজান প্রতিনিধি:
রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের হযরত শাহ সুফি সৈয়দ মাগন হাজী (রঃ) এর মাজারের পাশে মাগন হাজী (রঃ) জামে মসজিদ নির্মান কাজ শুরু করা হয়েছে । গতকাল ২৬ মে শুক্রবার সকালে রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন মসজিদের নির্মান কাজের উদ্বোধন করেন । এসময়ে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক আবু বক্কর, সৈয়দ বাবুল, লোকমান হোসেন, আবু তাহের মনু সওদাগর, মহিউদ্দিন।মসজিদের নির্মান কাজের উদ্বোধন শেষে মোনাজাত করেন শাহানগর সিকদার মাতা জামে মসজিদের খতিব মাওলানা আবুল কালাম ।রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন বলেন, এলাকাবাসীর সহায়তায় ৫০ লাখ টাকা ব্যয়ে সৈয়দ মাগন হাজী জামে মসজিদের নির্মান কাজ শুরু করা হয়েছে।