মোঃ হোসেন গাজী।।
হাইমচর উপজেলা সদর আলগী বাজারে মার্সেল ফ্রিজ ও মার্সেল ইলেক্ট্রোনিং শোরুম শুভ উদ্বোধন করা হয়। ৩ জুন বিকাল ৫ টায় আলগী বাজার মার্সেল শোরুম শুভ উদ্বোধন অনুষ্ঠানে মাওলানা, কাউসার হোসাইন এর সভাপতিত্বে ও প্রোপাইটার আনোয়ার হোসেনের পরিচালনায়, এসময় উপস্থিত ছিলেন আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসেন বেপারী মাওলানা ছোবাহান, সাংবাদিক মোতাহের হোসেন স্বপন, খন্দকার সবুজ, আলমগীর পাটোয়ারী, কবির হোসেন, মোঃ হোসেন গাজী প্রমুখ।
মিলাদ ও দোয়া, মোনাজাত পরিচালনা করেন আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ, মাওলানা জিল্লুর রহমান ফারুকী,
সহ ডিলার মার্সেল ফ্রিজ শোরুমের কর্নধার আনোয়ার হোসেন অন্যানয় ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।