মোশারফ হোসেন ফারুক মৃধা:
চাঁদপুর ( ৪) ফরিদগঞ্জ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান এমপি বলেছেন, দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় আনতে হবে। দেশের সকল ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়নে অগ্রদুত হয়ে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের নির্বাচনের ইসতিয়ার হিসেবে জনগনকে দেয়া প্রতিশ্রুতি হিসেবে আজ জেলা, উপজেলা, ইউনিয়ন সহ প্রতিটি ওয়ার্ডে কাঁচা রাস্তা পাকা করন কালভার্ড, ব্রিজ নির্মান, শতভাগ বিদ্যুতায়ন সহ দেশের সকল ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা নের্তৃত্বে দেশ বিদেশে সুনাম অর্জন করেছেন। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী সাংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা আনতে সকলের কাছে উদাত্ত আহব্বান জানান তিনি। শনিবার ০৩ জুন দুপুরে
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর হইতে পশ্চিম এখলাসপুর সংযোগ ব্রিজ, ও তুলাতলী হইতে সাহেবগঞ্জ সড়ক ও কালিবাজার হইতে সন্তেসপুর সড়ক সংস্কার কাজ শুভউদ্ভোধন কালে প্রধান অতিথির বক্তব্যে রাখতে স্হানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক শফিকুর রহমান এমপি এসব কথা বলেন তিনি।
১১ নং চরমদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান মিরাজের সভাপ্রধানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহম্মেদ মজুমদার, ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান, উপজেলা নির্বাহী প্রকৌশলী আবরার আহম্মদ
প্রবীন আ’লীগ নেতা মোঃ তোফায়েল আহমেদ,উপজেলা যুবলীগের আহব্বায়ক আবু সুফিয়ান শাহিন, সিনিয়র যুগ্ন আহব্বায়ক হেলাল উদ্দিন আহম্মদ, এড, জসিম উদ্দিন পাটওয়ারী
প্রমুখ।
এসময় উপস্হিত ছিলেন, উপজেলা আ”লীগের সদস্য জি এম হাসান তাবাচ্ছুম, জেলা পরিষদের সদস্য মোঃ আলী আক্কাস, উপজেলা যুবলীগের যুগ্ন আহব্বায়ক আল আমিন, ১০ নং দক্ষিন গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভুঁইয়া, ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিন ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন রিপন, ১৬ নং রুপসা দক্ষিন ইউপি চেয়ারম্যান শরীফ হোসেন খাঁন, যুবলীগ নেতা পারভেজ পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আলী নেওয়াজ, সাধারন সম্পাদক হৃদয় গাজী, ১৫ নং রুপসা উঃ ইউনিয়ন এমপির প্রতিনিধি নজরুল ইসলাম সুমন, পৌর এমপির প্রতিনিধি মোঃ খলিলুর রহমান, জাহাঙ্গীর হোসেন সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীগন।