জাহাঙ্গীর হোসেন,, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলায় নবনির্মিত অফিসার্স ক্লাবের উদ্বোধন করেছেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার।
২ জুন শুক্রবার সন্ধায় ওই ক্লাবের উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকতাদিরুল আলম, ডেপুটি কালেক্টর নেজারত (এনডিসি) আসিফ নজরুল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমিন, সানাউল মোর্শেদ ও সালাহ উদ্দিন বিশ্বাস, নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বুলবুল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) শিহাবুল আরিফ, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, উপজেলা প্রকল্প কাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তারিফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য উপজেলা পরিষদ চত্বরে ২৭ ফেব্রুয়ারি নকলা অফিসার্স ক্লাবের টিনসেড একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। ওই সময় শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার উপস্থিত ছিলেন।