ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, নগরের উন্নয়নের জন্য গাছ কাটা যাবে না। ডিএনসিসি এলাকায় গাছ কাটতে হলে বাধ্যতামূলকভাবে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়কে দুই লাখ গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। মেয়র আনিসুল হক সড়কের যে জায়গায় গাছগুলো লাগানো হচ্ছে, সেখানে আগে নষ্ট ট্রাক পড়ে থাকত জানিয়ে তিনি বলেন, গাছগুলোকে বাস-ট্রাক মালিক সমিতি, শ্রমিক সমিতি সবাই মিলে টেককেয়ার করবে। এখানে সোনালু, জারুল, রসকল গাছ লাগানো হবে।
গাছের পরিচর্যার জন্য ঢাকার উত্তর সিটি করপোরেশনে ১০০ জন মালি নিয়োগ পাবে। এ পদে অনেক শিক্ষিত ছেলেরাও আবেদন করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও রয়েছে। কারণ, তারা পরিবেশ রক্ষার্থে কাজ করতে চায়। এছাড়া গাছ বাঁচানোর জন্য স্থানীয় কাউন্সিলরদেরও অন্তর্ভুক্ত করা হবে।
রাজউকের দৃষ্টি আকর্ষণ করে ডিএনসিসি মেয়র বলেন, নিয়ম অনুযায়ী ৩৫ শতাংশ জায়গা খালি রেখে বাড়ি-স্থাপনা নির্মাণ করতে হবে। প্রতিটি বাড়ির এক কাঠায় একটি গাছ লাগাতে পারি তাহলে ঢাকা সবুজে ভরে যাবে। স্থপতি ইকবাল হাবিব ও নগর পরিকল্পনাবিদ আখতার হামিদের সঙ্গে বসে সিটি করপোরেশন কর্মপরিকল্পনা ঠিক করেছে বলে জানান মেয়র।
যুগান্তর