আবদুল কাদির জীবন, সিলেট মহানগর প্রতিনিধি : ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক, বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম বলেন, ‘হযরত শাহজালাল (রঃ) মানবসন্তানের হেদায়াতের রাজপথ সমৃদ্ধ করেছেন। তিনি মানবতার মুক্তির জন্য সারাজীবন কাজ করেছেন। সত্যের আদর্শ বাস্তবায়ন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার লক্ষ্যে জীবনকে উৎসর্গ করেছেন।’
তিনি গতকাল বুধবার (৭ জুন ২০২৩) সন্ধা ৭.৩০ ঘটিকার সময় নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোডস্থ সিলেট লেখক পরিষদের কার্যালয়ে হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি (র.) কে নিবেদিত সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের নিয়মিত মাসিক সাহিত্য আসরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি কবি দেওয়ান এ.এইচ. মাহমুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য, বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও গল্পকার সেলিম আউয়াল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য কবি সালেহ আহমদ খসরু।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক ও ইডেন গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক আবদুল কাদির জীবনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরি পরিষদের সদস্য কবি ছয়ফুল আলম পারুল, ঔপন্যাসিক সিরাজুল হক।
সিলেট লেখক পরিষদ কেন্দ্রীয় সংসদের নিয়মিত মাসিক সাহিত্য আসরে লেখাপাঠ ও উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুস শমসাদ, কার্যকরি পরিষদের সদস্য প্রাবন্ধিক মাজহারুল ইসলাম মেনন, গীতিকার নুর মোহাম্মদ চৌধুরী মুবিন, বৃক্ষপ্রেমিক আব্দুল গফফার, গীতিকার সাজিদুর রহমান, গীতিকার কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি কামাল আহমদ, মিলন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কোরান থেকে তেলাওয়াত করেন কবি ফতহুল করিম।
প্রধান আলোচকের বক্তব্যে গল্পকার সেলিম আউয়াল বলেন, ‘বিদেশীরা দেশ জয় করে বিজিত দেশের সম্পদ লুটে নেয়। কিন্তু হযরত শাহজালাল (রহঃ) ও তার সঙ্গীরা এ অঞ্চলের জালিম শাসককে পরাজিত করে এ দেশের মানুষকে ভালোবেসে জীবনের শেষ দিনগুলো এখানেই কাটিয়ে মানুষের সাথে একাত্ম হয়েছিলেন।’
সভাপতির বক্তব্যে দেওয়ান এ এইচ মাহমুদ রাজা চৌধুরী বলেন, হযরত শাহজালাল (রহঃ) এর সত্য ও ন্যায় বিচার মানবের কল্যানের পথকে প্রসস্থ করেছে। বিজ্ঞপ্তি