নিউজ ডেস্ক:
আমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরবঙ্গের আম ঢাকা পৌঁছানোর জন্য ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করলেন রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন। বৃহস্পতিবার (৮ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে এ ট্রেনটির উদ্বোধন করেন রেলমন্ত্রী।
রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, আমের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, স্বল্প খরচে ও কম সময়ে উত্তরঙ্গের বহুল উৎপাদিত আম ঢাকা পৌঁছাবে ম্যাংগো স্পেশাল ট্রেন। সাধারণ মানুষ, সাধারণ আমচাষী ও আম ব্যবসায়ীদের কথা বিবেচনা করে মাননীয় প্রধানমন্ত্রী ২০২০ সালে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করতে নির্দেশনা দেন। এর ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো স্পেশাল ট্রেন ব্যবস্থা করা হয়।
ভোরের কাগজ